পটুয়াখালীতে শিবিরের পাঁচ সদস্য গ্রেপ্তার
পটুয়াখালীতে ইসলামী ছাত্র শিবিরের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় শহরের ছোটচৌরাস্তা সংলগ্ন একটি দোতলা বাড়ির নিচতলা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ আখতারুজ্জামান (২৫), একই বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্র মো. তৈমুর রহমান (২১), পটুয়াখালী পলিটেকনিক কলেজের ছাত্র মোহাম্মদ নোমান (২০), বিএম কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র মো. হাসিবুর রহমান (২৪) ও পটুয়াখালী সরকারি কলেজ অর্থনীতি বিভাগের মাস্টার্স শিক্ষার্থী মো. রফিকুল ইসলাম (২৪)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছোট চৌরাস্তাসংলগ্ন একটি দোতলা বাড়িতে অভিযান চালিয়ে প্রায় এক হাজার ৫০০টি বিভিন্ন ধরনের জিহাদি বই, লিফলেট, ক্রেস্ট, সমর্থক ফরম, চাঁদা আদায়ের রসিদ, নেটওয়ার্ক বিস্তৃতি সংক্রান্তে বিভিন্ন রেজিস্টার, বিভিন্ন পর্যায়ের কমিটির নাম সংবলিত রেজিস্টার, হাতুড়ি, চেইন, ঈদকার্ড, জিহাদি গানের সিডি, শিবিরের লোগো সংবলিত ২০টি মগ, একটি ল্যাপটপ, পেনড্রাইভ, ১১টি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল, একটি ব্যানারসহ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার) শেখ বিল্লাল হোসেন জানান, গ্রেপ্তার শিবির সদস্যরা পটুয়াখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সবাই ইসলামী ছাত্র শিবিরের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তারা এ বাসাটি ভাড়া নিয়ে তাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছে। শিবিরের অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
জেবি
মন্তব্য করুন